যাই হোক, কাজের কথায় আসি- আশা করি রুট করার সুবিধা/অসুবিধা সবাই জানেন। তবে আগেই বলে নেই- রুট করলে আপনি হ্যান্ডসেটের ওয়ারেন্টি হারাবেন! তবে আমি রুট করার সাথে সাথে আন-রুট করার পদ্ধতিও দেখাব। এছাড়া আপনি স্টক-রম ইন্সটল করে সেট একদম আগের মত করে ফেলতে পারবেন। ফলে ওয়ারেন্টি নিয়ে কোন সমস্যা হবার কথা না। তবুও যা করার নিজ দায়িত্তে করবেন। কোথাও ভুল করে ফোন ব্রিক করে ফেললে অথবা ওয়ারেন্টি হারালে আমি দায়ী থাকব না। আমার সাথে একমত হলে আসুন শুরু করি-
**রুট করার আগে করণীয়**
- **রুট করার আগে প্রথম এবং অবশ্যপালনীয় যে কাজটি করবেন সেটি হল- আপনার হ্যান্ডসেটের অফিশিয়াল রমের ব্যকাপ নেয়া, যাকে আমরা স্টক রম বলি। এতে কোন সমস্যা হলে রম রিস্টোর করে আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। ওয়ালটন প্রিমোর রম ব্যাকাপ রাখার পদ্ধতি জানতে আমার এই টিউনটি দেখতে পারেন।
- ** রুট করতে হলে আপনার হ্যান্ডসেটে CWM Recovery ইন্সটল করা থাকতে হবে। সেটিও এখানে পাবেন।
- এবার আসি Rooting প্রক্রিয়ায় -
- ** ভিতরে কয়েকটি ফাইল পাবেন। সেগুলোর মধ্যে SU-Busybox-Installer.zip এবং SU-Uninstaller.zip এই ফাইল দুটি কপি করে আপনার ওয়ালটন সেটের এসডি কার্ডে কপি করুন। এখানে বলে রাখা ভাল- ফাইলদুটি সরাসরি এসডিকার্ডের রুটে কপি করবেন। এসডি কার্ডের ভিতরের কোন ফোল্ডারে নয়।
- ** ফাইল ট্রান্সফার করা হয়ে গেলে আপনার হ্যান্ডসেটটি বন্ধ করুন।
- ** এবার আমাদের রিকভারি স্ক্রীনে ঢুকতে হবে। এজন্য হ্যন্ডসেটের ভলিউম-আপ বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখুন- যতক্ষন পর্যন্ত না লাল স্ক্রীন আসে। লাল স্ক্রীন আসার সাথে সাথে বাটনগুলো ছেড়ে দিন। কয়েকসেকেন্ড পর নিচের মত CWM রিকভারি স্ক্রীন পাবেন।
- ** ভলিউম কি আপ-ডাউন করে এখান থেকে ৫ নম্বর অপশন হাইলাইট করুন এবং পাওয়ার বাটন চেপে সেটি সিলেক্ট করুন।
- ** পরের আপশনগুলো থেকে ১ নম্বর অপশন সিলেক্ট করুন।
- ** ১ নম্বর অপশন সিলেক্ট করার পর আপনার এসডি কার্ডের ভিতর SU-Busybox-Installer.zip ফাইলটি সিলেক্ট করুন।
- ** নিচের মত Yes.... অপশন সিলেক্ট করুন।
- ** ৪/৫ সেকেন্ড পর নিচের Installation Complete! লেখা স্ক্রীন পাবেন। তাহলেই বুঝবেন- আপনার সেট রুট করা হয়ে গেছে এবার সেট রিস্টার্ট দিতে পারেন।
- ** তবে যারা আমার মত সন্দেহপ্রবণ, তারা রুট হল কিনা যাচাই করার জন্য সেট চালু করুন এবং দেখুন নিচের মত SuperUser নামে কোন অ্যাপ্লিকেশন ইন্সটল হয়েছে কিনা। যদি হয়ে থাকে, তাহলে আপনার সেট রুট হয়ে গেছে।
- ** যারা রুট সম্পর্কে ধারণা রাখেন, তারা ইতিমধ্যে জেনে গেছেন যে রুট হয়ে গেছে। তবুও যারা ১০০% সিউর হতে চান, তারা আমার দেয়া .rar ফাইলের ভেতর Root Checker Pro v1.2.8.apk নামে একটি সফটওয়্যার পাবেন। এটি আপনার এসডিকার্ডে ট্রান্সফার করে ইন্সটল করুন। সফটওয়্যার ওপেন করলে নিচের মত দেখতে পাবেন-
- Agree বাটনে ট্যাপ করুন। তাহলে নিচের মত পাবেন
- ** Verify Root বাটনে ক্লিক করুন। নিচের মত পাবেন-
- ** Allow বাটনে ট্যাপ করুন। যদি নিচের মত- সবুজ অক্ষরে Congratulations! You have root access! দেখতে পান, তাহলে মনে করবেন আপনার সেট ১০০% রুট হয়ে গেছে।
ব্যাস, কাজ শেষ। এবার আপনি আপনার সেটের ফুল অ্যাকসেস পেয়ে গেলেন!! ইচ্ছামত সেট ব্যবহার করুন।
** আনরুট ( Un-Root) করবেন যেভাবে **
আন-রুট করাও রুট করার মতই সোজা! রুট করার সময় আমরা SU-Busybox-Installer.zip ফাইল সিলেক্ট করেছিলাম। এক্ষেত্রে SU-Uninstaller.zip ফাইলটি সিলেক্ট করতে হবে। তাহলেই সেট আন-রুটেড হয়ে যাবে!!হুমম....... সবাই যাতে বুঝতে পারে, সেজন্য আমি বিস্তারিত বর্ণনাসহ স্ক্রীনশটের ব্যবহার বেশী করেছি। তাই টিউনের সাইজ অনেক বড় হয়ে গেছে। তবে আমি শিউর, একবার নিজে ট্রাই করলে আপনাদের কাছে সব ডালভাত মনে হবে
যদি কেউ বুঝে উঠতে না পারেন, তবে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন। এখানে CWM Recovery ইংরেজি ভাষায় আছে, আর আমাদেরটা চায়না ভাষায়। তবে অপশন সব একই। একটু ভাল করে খেয়াল করলেই বুঝবেন আশা করি
- কাজ হলে বা কোন সমস্যায় পড়লে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
No comments:
Post a Comment